Image description

চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া । দীর্ঘদিন পর খোলামেলা স্থানে দেখা গেলো  বিএনপি চেয়ারপারসনকে। যুক্তরাজ্যের লন্ডনের একটি পার্কে ছেলে তারেক রহমানের সঙ্গে ঘুরে বেড়িয়েছেন তিনি।

মঙ্গলবার (১ এপ্রিল) হুইলচেয়ারে করে পার্কে যান সাবেক এ প্রধানমন্ত্রী। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার পরিবারের সদস্যরাসহ খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন সঙ্গে ছিলেন।
খালেদা জিয়াকে নিয়ে তারেক রহমানের পার্কে ঘোরার ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

‘লন্ডনের পার্কে মাকে (বেগম খালেদা জিয়া) নিয়ে হাঁটছেন তারেক রহমান’ শিরোনামে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ভিডিওটিও ভাইরাল হয়।  বুধবার (০২এপ্রিল) দুপুরে পোস্ট করা ভিডিওটিতে এরই মধ্যে সাড়ে ১৫ হাজারের বেশি রিয়েকশন পড়েছে ও ১ হাজারের বেশিবার শেয়ার হয়েছে।

এর আগে গত সোমবার (৩১ মার্চ) রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন খালেদা জিয়া ও তারেক রহমান। 

২০১৮ সালে একটি দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন খালেদা জিয়া। পরে করোনার সময়ে সরকার তাকে বিশেষ বিবেচনায় কারামুক্তি দেয়। গত ৫ আগস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দী ছিলেন, সেগুলোর রায় বাতিল করেন আদালত।