Image description

জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বৈঠক চলছে। আজ শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় এই বৈঠক শুরু হয়।

দলটির ৮ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা।

বৈঠকের সূচনা বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার চাই আমরা। কোনো দলকে ক্ষমতায় বসানোর ইচ্ছা নেই। এছাড়া ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্ত করে এনসিপি নতুন বন্দোবস্ত চায় বলেও জানান তিনি। 

এ সময় কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেন, এনসিপি নেতারা স্বৈরশাসককে পালাতে বাধ্য করেছে, জাতি তাদের অবদান স্মরণ করবে।

গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে বারবার পর্যদুস্ত করা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। রাষ্ট্রকে একদল বা একক ব্যক্তির ক্ষমতা কেন্দ্রে পরিণত করা হয়েছিল। সংস্কারের মাধ্যমে তা ফিরিয়ে আনা হবে।