Image description

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, পুরুষরা যখন কাজের উদ্দেশ্যে বাড়ির বাইরে থাকে, তখন জামায়াতের নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জান্নাতের ভুয়া টিকিট বেচা শুরু করেছে। ভয়ভীতি দেখিয়ে জামায়াত রাজনৈতিক ফায়দা আদায়ের চেষ্টা করছে। অতি দ্রুত জামায়াতে ইসলামীর এসব অপকর্ম বন্ধ করতে হবে।

শনিবার সন্ধ্যায় পাবনার ঈশ্বরদীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী প্রথমে সংস্কার চাইল, তারপর বিচার চাইল। তারপর কিছুদিন নির্বাচন বানচাল করতে পিআর পদ্ধতি চাইল। সবকিছুতে ব্যর্থ হয়ে এখন তারা গণভোট নিয়ে উতলা হয়েছে। আর জামায়াতের এই চক্রান্তে পড়ে অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছে। 

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের আয়োজন না করা হলে বর্তমান সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না। আওয়ামী লীগ সরকার তো তাও দেশ ছেড়ে পালাতে পেরেছে, পাশের দেশে তাদের বন্ধু আছে বলে। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে বর্তমান সরকার জনগণের রোষানলে পড়লে দেশ ছেড়ে পালানোর সুযোগও পাবে না।

ঈশ্বরদী পৌর যুবদলের সদস্যসচিব আলী জুবায়ের প্রতীকের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম রকির সঞ্চালনায় শহরের পুরোনো মোটর স্ট্যান্ডে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহ্‌বুবুর রহমান পলাশ, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানবীর আহমেদ সুমনসহ অন্যান্যরা।

এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, সাবেক সদস্যসচিব আজমল হোসেন সুজন, সাবেক সহসভাপতি আতিয়ার রহমান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা, জেলা ছাত্রদলের সহসভাপতি রফিকুল ইসলাম নয়ন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার হেদায়েতুল ইসলাম অনিক, সলিমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সুমন মালিথা, সাধারণ সম্পাদক মশিউর রহমান রতন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিপুল হোসেন বুদু প্রমুখ। এর আগে শহরের পোস্ট অফিস মোড় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।