বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন হাসান ইনাম। রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় তিনি সংগঠনের সভাপতি রিফাত রশিদ বরাবর তার পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে হাসান ইনাম উল্লেখ করেছেন যে, দেশব্যাপী বিস্তৃত একটি সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের জন্য তিনি বর্তমানে মানসিক দিক থেকে প্রস্তুত নন। তিনি স্বেচ্ছায় এবং স্বপ্রণোদিত হয়ে এই দায়িত্ব থেকে ইস্তফা নিচ্ছেন বলে জানিয়েছেন। একইসঙ্গে, শূন্য পদে বর্তমান সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলামকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি।
হাসান ইনাম তার পদত্যাগপত্রে লিখেছেন: "আমি গত চার মাস ধরে জুলাই গণঅভ্যুত্থানের সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। এই সংগঠনকে বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক পরিসরে তুলে ধরার জন্য একদল কর্মঠ কর্মী নিয়ে নিরলসভাবে কাজ করেছি। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে এ অবধি দীর্ঘ সময় নানা পরিসরে কাজে লিপ্ত থেকে আমি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ অনুভব করছি। সংগঠনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশের সকল কমিটি পুনর্গঠনের ঘোষণা দেখার পর মনে হচ্ছে দেশব্যাপী পরিব্যাপ্ত সংগঠনের সাধারণ সম্পাদক হওয়ার মতো মানসিক অবস্থায় আমি এখন নেই। তাই আমি স্বেচ্ছায়, স্বপ্রণোদিতভাবে এই দায়িত্ব থেকে ইস্তফা নিচ্ছি। তবে, জুলাইকে সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে স্থায়ীভাবে প্রতিষ্ঠার লক্ষ্যে আমার যে লড়াই সেটি চলমান থাকবে।"
তিনি আরও লিখেছেন যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ সম্পাদক ভিন্ন অন্য কোনো পরিচয়ে বা বেনামে তিনি সংগঠনের সংশ্লিষ্ট কাজে নিজেকে জড়িত রাখতে ইচ্ছুক এবং এ বিষয়ে সভাপতির সুমর্জি কামনা করেছেন। হাসান ইনামের এই পদত্যাগ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কাঠামোতে একটি পরিবর্তন আনবে।




Comments