Image description

চট্টগ্রাম বন্দরে বৈরি আবহাওয়ার কবলে পড়ে তলা ফেটে দেলোয়ার আল বাহার নামের পণ্যবাহী একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এসময় জাহাজে থাকা ১৩ নাবিককে জীবিত উদ্ধার করা হয়। বুধবার (১৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাহাজডুবির এ ঘটনা ঘটে।
 
বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে কোস্টগার্ড সদরদফতরের স্টাফ অফিসার (অপারেশন্স) লে. কমান্ডার মো. আশিকুর রহমান এ তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, বৈরি আবহাওয়ার কবলে পড়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আলফা এ্যাঙ্করেজ এলাকায় এমভি দেলোয়ার আল বাহার নামের লাইটার জাহাজটির তলা ফেটে যায়।
 
তিনি আরও বলেন, বুধবার দিবাগত রাতে জাতীয় জরুরি সেবা থেকে খবর পেয়ে কোস্টগার্ডের উদ্ধারকারী জাহাজ মেটাল শার্ককে ঘটনাস্থলে পাঠানো হয়। এর আগেই ডুবে যাওয়া জাহাজের ১৩ জন নাবিককে উদ্ধার করে আশপাশের লাইটার জাহাজগুলো।
 
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আভ্যন্তরীণ নদীপথে চলার জন্য নৌ পরিবহন অধিদফতর থেকে অনুমোদন নেয় লাইটার জাহাজটি। কিন্তু নিয়ম ও বিধি-নিষেধ ভেঙে জাহাজটি সমুদ্রপথে চলছিল। জাহাজটিতে ১৩ জন নাবিক ছিলেন।