Image description

মাদারীপুরে পূর্বশত্রুতার জেরে দা দিয়ে কুপিয়ে এক যুবকের ডান হাতের কবজি বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষের লোকজন। আজ শনিবার দুপুর ১২টার দিকে মাদারীপুর পৌরসভার চরমুগরিয়া কলেজ মাঠে এ ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হামলায় আহত ওই যুবকের নাম বিপ্লব মৃধা (৩৫)। তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চরখাগদী এলাকার বজলুর রহমান মৃধার ছেলে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরমুগরিয়া এলাকায় খবির খানের ছেলে আকাশ খানকে একা পেয়ে কুপিয়ে জখম করেন বিপ্লব মৃধা ও তার লোকজন। এ ঘটনায় প্রতিশোধ নিতে আকাশের লোকজন সুযোগ খুঁজতে থাকেন। আজ বেলা সাড়ে ১১টার দিকে বিপ্লব চরমুগরিয়া কলেজ মাঠে এলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রকাশ্যে তাঁর ওপর হামলা চালান আকাশের লোকজন। এ সময় দা দিয়ে কুপিয়ে বিপ্লবের ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে দেয় হামলাকারীরা।

পুলিশ সূত্রে জানা গেছে, একপর্যায়ে বিপ্লবের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে গুরুতর আহত অবস্থায় বিপ্লবকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক বিপ্লবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

মাদারীপুর জেলা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মোস্তাফিজুর রহমান বলেন, ধারালো অস্ত্রের আঘাতে ওই যুবকের শরীর থেকে ডান হাতের কবজি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিচ্ছিন্ন হওয়া অংশ রোগীর স্বজনেরা আনতে পারেননি।

হাসপাতালে আহত বিপ্লবের স্ত্রী লাবণ্য আক্তার বলেন, ‘পূর্বশত্রুতার জেরে আকাশ খানের ভাই সাগর, মাসুদ, শহীদ, তুষার, শরিফসহ ১০ থেকে ১৫ জন মিলে আমার স্বামীর ওপর হামলা চালিয়েছে। ওরা আমার স্বামীর ডান হাতের কবজি কেটে নিছে। ওরা আমার স্বামীকে পঙ্গু করে দিছে। আমি এ ঘটনার বিচার চাই।’

বিপ্লব মৃধার ওপর হামলা চালানোর অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাগর খান বলেন, ‘আমাদের নামে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে। কেন, কারা এই হামলা চালিয়েছে, তা আমার জানা নাই।’

মাদারীপুর সদর মডেল থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন বলেন, ‘খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে ছুটে আসি। দুই পক্ষের মধ্যে পূর্বশত্রুতার জেরে মূলত এ হামলার ঘটনা ঘটেছে। আমার জেনেছি, আকাশ, তার ভাই সাগরসহ তাদের লোকজন মিলে এক যুবকের ওপর হামলা চালিয়েছেন। পরে দা দিয়ে তার ডান হাতের কবজি কেটে ফেলা হয়েছে। কেটে ফেলা কবজি উদ্ধারের জন্য আমরা তল্লাশি শুরু করেছি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’