Image description

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোতে সুইজারল্যান্ড চমক দেখেছে ফুটবল বিশ্ব। নকআউটের প্রথম পর্বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালির বিদায় ঘন্টা বাজিয়েছে তারা। এবার সুইসের ইংলিশ পরীক্ষা।

শনিবার (৬ জুলাই) টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে সুইজারল্যান্ড এবং ইংল্যান্ড। ডাসলডর্ফে দুই দলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।

থ্রি লায়ন্সদের বিপক্ষে সুখকর অতীত নেই সুইসদের। দুই দলের আগের ৩১ সাক্ষাতে মাত্র ৩ জয় সুইজারল্যান্ডের। ইংল্যান্ডের ২২টি। ড্র হয়েছে অপর ৬ ম্যাচ। সবশেষ পাঁচ দেখায় সুইজারল্যান্ডের বিপক্ষে অপরাজেয় ফুটবলের জনকরা: ৪ জয় এবং ১ ড্র।

২০২২ সালে সবশেষ সাক্ষাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২-১ গোলে জিতেছিল ইংল্যান্ড।

চলমান টুর্নামেন্টে গ্রুপ পর্বে সমান সমানে সমান ছিল ইংল্যান্ড এবং সুইজারল্যান্ড। ৩ ম্যাচে ১ জয়, ২ ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে সুইসরা। শেষ ষোলোতে ইতালিকে হারিয়ে দেয় ২-০ গোলে। গ্রুপ পর্বে তাদের সমান ৫ পয়েন্ট ছিল ইংলিশদের এবং আগের রাউন্ডে তারা স্লোভাকিয়ার বিপক্ষে জিতেছে ২-১ ব্যবধানে।

মানবকণ্ঠ/এআই