বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ, তার স্ত্রী একই চ্যানেলের সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রুপা, তাদের ১ কন্যাকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করে। পরবর্তীতে তাদের ডিবি কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
ডিবির সূত্রটি বলছে, বুধবার সকাল ছয়টা ২০ মিনিটে তাদের ইস্তাম্বুল হয়ে প্যারিসের উদ্দেশে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে (টিকে-৭১৩) ঢাকা ত্যাগ করার কথা ছিল। কিন্তু, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের করা শাহবাগ থানায় মামলা থাকার কারণে তাদের বহির্গমণ ছাড়পত্র দেওয়া হয়নি।
সূত্রটি বলছে, পরবর্তীতে সকাল ৮টা ১০ মিনিটের দিকে জিজ্ঞেসাবাদের জন্যে শাকিল ও ফারজানা রুপাকে এএসপি মিরাজের নেতৃত্বে ডিবির একটি দল তাদের ডিবির কার্যালয়ে নিয়ে যান।
গত ৮ আগস্ট একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মুস্তফা আজাদের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী, সেদিনই রুপা-শাকিল চাকরিচ্যুত হন।
Comments