নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকায় দেওয়ানবাগ শরীফে হামলা-ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনায় আহতেরা হলেন মো. শাহনেওয়াজ (৬০), মো. শিমুল (৩৬), ওসমান গণি (৭০) ও জাকির (৩২)। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দেওয়ানবাগ শরীফে মাজারবিরোধী কিছু লোকজন প্রবেশ করে প্রথমে মাজার ভাঙচুর করে। স্থানীয়দের কয়েকজন বাধা দিলে তাদের মারধর করে বিভিন্ন স্থাপনা ভাঙচুরের পর আগুন লাগিয়ে দেওয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, দেওয়ানবাগীর আস্তানায় কে বা কারা হামলা করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
মানবকণ্ঠ/আরএইচটি
Comments