Image description

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণির প্রথমবর্ষের স্থগিত হওয়া ভর্তি কার্যক্রম মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) থেকে শুরু হবে। প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ২২ সেপ্টেম্বর থেকে। রোববার (৮ সেপ্টেম্বর) তথ্যটি নিশ্চিত করেছেন 'বি' ইউনিটের (বাণিজ্য) চিফ কো-অর্ডিনেটর অধ্যাপক ড. আবু সাদেক মো. কামরুজ্জামান।

অধ্যাপক ড. আবু সাদেক মো. কামরুজ্জামান বলেন, আগামী ১০ সেপ্টেম্বর থেকে প্রথম বর্ষের স্থগিত হওয়া ভর্তি কার্যক্রম শুরু হবে। এছাড়া আগামী ২২ সেপ্টেম্বরে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।