Image description

কক্সবাজার উখিয়ায় পৃথক দুটি রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুইজন রোহিঙ্গা নিহত হয়েছেন। বুধবার সকালে উখিয়া কুতুপালং ৪ ও ২০ নম্বর ক্যাম্পে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ২০ নম্বর ক্যাম্পের আবুল কালামের ছেলে ইমাম হোসেন (৩৭) ও ৪ নম্বর ক্যাম্পের গণি মিয়ার ছেলে রহমতুল্লাহ (২৫)। নিহতরা একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য বলে ধারণা করা হচ্ছে। তবে তারা কোন গ্রুপের সঙ্গে সম্পৃক্ত তা স্পষ্ট করতে পারেনি পুলিশ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, বুধবার ভোরে পৃথকভাবে ক্যাম্প-৪ ও ক্যাম্প ২০ এ সন্ত্রাসীরা একযোগে এ হত্যাকাণ্ড ঘটায়। পুলিশ সুরলতাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।