Image description

মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) কমিটি বিলুপ্ত করে উদ্ভিদবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী আফরুজা আক্তার আভাকে আহ্বায়ক ও ইংরেজি বিভাগের স্নাতকের শিক্ষার্থী এইচ.এম.সাইফুল ইসলাম সাব্বিরকে সদস্য সচিব করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সভায় বাকসাস উপদেষ্টা মো. নাজমুল হোসেন ও জাফর ইকবাল সর্বসম্মতিক্রমে আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। এসময় অনলাইনে যুক্ত ছিলেন সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মো. মনিরুল ইসলাম। 

৭ সদস্যে বিশিষ্ট কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন— ইংরেজি বিভাগের শিহাব আল নাসিম ও ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান তাওহীদ।

এছাড়া সদস্য পদে আছেন— পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জিসান আহমেদ কাব্য, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সামীহা ছোঁয়া এবং ইতিহাস বিভাগের শিক্ষার্থী নাফিজ আননান অর্ণব।

নবগঠিত আহ্বায়ক কমিটি ৩ মাসের জন্য অনুমোদিত হয়েছে। আগামী ৩ মাসের মধ্যে আহ্বায়ক কমিটি নির্বাচন দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

মানবকণ্ঠ/এসআরএস