Image description

অনলাইনে ইংরেজি শিক্ষার জগতে ‘English Moja’ একটি আলোচিত নাম। এপার বাংলা থেকে ওপার বাংলার লাখ লাখ শিক্ষার্থীর ইংরেজি শেখার এক ভরসার নাম ‘English Moja’। এর পেছনে রয়েছেন একজন নিরলস পরিশ্রমী, বিনয়ী ও দায়িত্বশীল ব্যাক্তি। যাকে সবাই রফিক স্যার নামে চিনেন। শিক্ষার্থীদের জন্য অনলাইনে ইংরেজি শেখার এইপ্ল্যাটফর্ম তৈরির যাত্রাটা সহজ ছিল না। আসুন জেনে নেই, শিক্ষার্থীদের জন্য কীভাবে তিনি এই প্ল্যাটফর্ম তৈরি করলেন এবং তার এ যাত্রার গল্প, দর্শন এবং ভবিষ্যৎ পরিকল্পনাই বা কী।

একটি বিনম্র শুরু থেকে আজকের সাফল্য

সাক্ষাৎকারের শুরুতেই রফিক স্যার আমাদের জানান তার যাত্রার শুরু। ২০১৭ সালে, ইংরেজি শেখানোর এক অনন্য উদ্দেশ্য নিয়ে তিনি ‘English Moja’ ইউটিউব প্ল্যাটফর্মটি প্রতিষ্ঠা করেন। তার লক্ষ্য ছিল সবার জন্য সহজলভ্য এবং মানসম্মত ইংরেজি শিক্ষা নিশ্চিত করা এবং কোনো একটি ক্লাস বা আয়োজন ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া। বিনামূল্যে ক্লাস নেওয়া এবং নামমাত্র মূল্যে কোর্স প্রদান করে তিনি অল্প সময়ের মধ্যেই লাখো শিক্ষার্থীর মনে জায়গা করে নেন। 

তিনি জানান, ‘আমার উদ্দেশ্য কখনোই ছিল না শিক্ষাকে ব্যবসায় পরিণত করা। বরং, আমি চেয়েছি শিক্ষার্থীদের জন্য এমন কিছু করতে, যা তাদের ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে এবং অভিভাবকহীন শিক্ষার্থীরা আমাদের সাথে থেকে আত্মবিশ্বাসের জায়গা খুঁজে পাবে।’

ক্যামেরার বাইরে থাকাও এক সিদ্ধান্ত

কেন তিনি কখনোই ক্যামেরার সামনে আসেন না এমন প্রশ্নের জবাবে রফিক স্যার জানান, ‘আমি চাইনি শেখার ক্ষেত্রে একজন শিক্ষার্থী আমার চেহারাকে মডেল হিসেবে মনে করুক। আমি প্রত্যাশা করিনি শিক্ষকতার পেশায় এসে আমার সেলিব্রেটি হওয়া উচিত আর এরপর শিক্ষার্থীরা আমাকে সেলফির কেন্দ্রবিন্দুতে পরিণত করুক আর আমি না হয়ে উঠি নিজের অজান্তেই অহংকারী। আমার বিশ্বাস, একজন শিক্ষকের আসল দায়িত্ব হলো তার পাঠ্যবস্তু এবং শিক্ষার পদ্ধতির প্রতি মনোযোগ দেওয়া।’ তার এই বিনম্র চিন্তাধারা তাকে অন্যান্য অনলাইন শিক্ষকদের থেকে আলাদা করেছে এবং শিক্ষার্থীরা তার প্রতি আরও গভীর বিশ্বাস স্থাপন করেছে।

‘English Moja’: ইউটিউব এবং ফেসবুকে বিস্তৃত

‘English Moja’র ইউটিউব চ্যানেলের বর্তমান সাবস্ক্রাইব প্রায় দেড় মিলিয়নের বেশি এবং ফেসবুকে ১১ লাখের বেশি ফলোয়ার রয়েছে। সাবস্ক্রাইব, ফলোয়ার ও গ্রুপ সবমিলিয়ে প্রায় ৩১ লাখের বিশাল পরিবার। শিক্ষার্থীদের সুবিধার্থে এখানে সর্বাধিক সংখ্যক ইংরেজি শেখার প্লে-লিস্ট রয়েছে। 

এই সাফল্যের পেছনে কারণ কী, এমন প্রশ্নের জবাবে রফিক স্যার বলেন, ‘আমি সফল হয়েছি বা সফল হতে হবে এই ভাবনা থেকে কিছু করি না, আমি সবসময় চেয়েছি শিক্ষার্থীদের কাছে এমন কিছু উপস্থাপন করতে, যা তারা সহজে বুঝতে পারে। ধারাবাহিকভাবে কোর্স শেষ করাটা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের জন্য সবকিছু সহজলভ্য রাখতে আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি, এতোটুকুই।’

 বিনামূল্যে এবং সাশ্রয়ী শিক্ষার নীতি

রফিক স্যার বিশেষভাবে জোর দিয়ে বলেন, তার প্ল্যাটফর্মে বিনামূল্যে শিক্ষা দেওয়ার উদ্যোগটি একটি মূল লক্ষ্য। তবে কিছু ক্ষেত্রে কোর্স ফি নেওয়া হয়, কিন্তু তা শুধুমাত্র শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখার জন্য। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি চাই, প্রতিটি শিক্ষার্থী যেন মানসম্মত শিক্ষা পায়, অর্থনৈতিক অবস্থার কারণে কেউ যেন পিছিয়ে না পড়ে। এ জন্যই আমরা বেশিরভাগ কোর্স বিনামূল্যে দেই এবং কিছু কোর্সের জন্য নামমাত্র ফি রাখি।’

পাবলিকেশন্স থেকে আয়, শিক্ষার্থীদের জন্য সবকিছু উন্মুক্ত

‘English Moja’র এত বড় প্ল্যাটফর্ম পরিচালনা ও স্টাফদের সম্মানী তাহলে কিভাবে প্রদান করে এমন প্রশ্ন আসতেই পারে। এ বিষয়ে রফিক স্যার পরিষ্কার জানান, ‘আমার পাবলিকেশন্স (REW Publications) সেক্টর থেকেই সমস্ত আয় আসে, যা দিয়ে আমার স্টাফদের সম্মানী প্রদান করা হয়। আমি শিক্ষার্থীদের শেখানোর বিনিময়ে অধিক মুনাফা অর্জনের চেয়ে, তাদের সেবা দেওয়ার দিকেই বেশি মনোযোগ দেই।’

REW প্রকাশনা: ভিন্ন ধারার বইয়ের বিশেষত্ব

REW প্রকাশনা থেকে প্রকাশিত ‘NEED’ পাঠক মহলের কাছে অনেক বেশি পরিচিত । এই বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘NEED বইটি সত্যিই আমার জন্য এক অনন্য সাফল্য, আলহামদুলিল্লাহ। এটি এপার বাংলা এবং ওপার বাংলায় সমানভাবে জনপ্রিয়তা পেয়েছে। বইটি মূলত ইংরেজি গ্রামারের বেসিক শেখানোর জন্য তৈরি (যদিও Basic কিন্তু এটা সকল বয়সী, সবার জন্য গুরুত্বপূর্ণ একটি বই) এবং শিক্ষার্থীরা মজা করে শেখার মতো করে বইটি লেখা হয়েছে। এই বইটি শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এ জন্য এই বইটিকে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি মনে করি, বইয়ের বিষয়বস্তু সহজ ও আনন্দদায়ক হওয়ার কারণে শিক্ষার্থীদের জন্য এটি বিশেষভাবে উপযোগী হয়েছে।’

ভবিষ্যৎ পরিকল্পনা: আরও বড় পরিসরে কাজ করার আশা

ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে রফিক স্যার জানান, ‘আমার লক্ষ্য ইনশাআল্লাহ আরও বেশি শিক্ষার্থীকে এই প্ল্যাটফর্মের আওতায় নিয়ে আসা। বিশেষ করে, গ্রামীণ এলাকার শিক্ষার্থীদের জন্য আরও নতুন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছি। অর্থনৈতিক বা সামাজিক প্রতিবন্ধকতা যেন কোনো শিক্ষার্থীকে বাধা দিতে না পারে, সে জন্য আমাদের কাজ চালিয়ে যেতে হবে। এছাড়াও আমি বই লেখার ক্ষেত্রে সর্বদাই ভাবি অন্য বইগুলোর মতো যদি আমার বই একই তথ্যে সমৃদ্ধ হয় তাহলে একজন পাঠক কেন আমার বই ক্রয় করবেন।’

‘English Moja’ আজ লাখ লাখ শিক্ষার্থীর নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হয়ে এগিয়ে যাচ্ছে। পরিশ্রম এবং নিষ্ঠার সঙ্গে ‘English Moja’ বৃহত্তর সাফল্যের পথে এগিয়ে যাক এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের।

মানবকণ্ঠ/এসআরএস