ভারতের রাজ্য মণিপুর থেকে সাড়ে ২৮ কেজি বিস্ফোরক উদ্ধার করেছে মণিপুর পুলিশ ও ভারতীয় সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পূর্ব ইম্ফল জেলার পার্বত্য অঞ্চল থেকে যৌথ অভিযানে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নামের এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। কর্মকর্তাদের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এই খবর জানিয়েছেন।
বোংজাং ও ইথাম গ্রামের কাছ থেকে বিস্ফোরকগুলোকে উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। উদ্ধার ও নিষ্ক্রিয় করার এই ঘটনাকে বড় সাফল্য হিসেবে দেখছে ভারতীয় সেনাবাহিনী। তারা মনে করছেন, এই সাফল্যের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি ও অনেক প্রাণহানি ঠেকানো সম্ভব হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাপক অনুসন্ধান অভিযান শুরু করেছিল ভারতীয় সেনাবাহিনী ও মণিপুর পুলিশ। এই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেনাবাহিনীর বিস্ফোরক শনাক্তকারী কুকুর। এই কুকুরগুলোর সাহায্যে প্রায় সাড়ে ২৮ কেজি ওজনের সাতটি আইইডির সন্ধান পায় তারা।
অবিলম্বে বিস্ফোরকগুলোকে নিষ্ক্রিয় করেছে আর্মি ইঞ্জিনিয়ার্স ইউনিটের বিশেষজ্ঞরা।
নিরাপত্তা বাহিনীর দ্রুত প্রতিক্রিয়া ও সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করেছে মণিপুর কর্তৃপক্ষ। আইইডিগুলোর উৎস এবং সেগুলোর সম্ভাব্য লক্ষ্যবস্তু নির্ধারণের জন্য আরও তদন্ত চলছে।
মানবকণ্ঠ/আরএইচটি
Comments