Image description

রাজধানীর যাত্রাবাড়ী থানার রসুলপুর এলাকায় ছিনতাইয়ে বাধা দেওয়ায় রাসেল শিকদার (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রাসেল শিকদারকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাত ১০টায় মৃত ঘোষণা করেন।

নিহত রাসেল নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের মৃত আসলাম শিকদারের ছেলে। বর্তমানে যাত্রাবাড়ী দক্ষিণ কুতুবালীর ১৬৫ বাসায় ভাড়া থাকতেন। তাঁর গুলিস্তানে একটি জুতার দোকান রয়েছে। তিনি তিন বছরের একটি কন্যা সন্তানের জনক বলে জানিয়েছেন স্বজনরা।

নিহতের ছোট ভাই রুবেল শিকদার বলেন, ‘আমার ভাই দুদিন আগে স্থানীয় চিহ্নিত ছিনতাইকারী হৃদয়, হাসিব, পিয়াস, রমজান ও নাঈমকে রসুলপুর এলাকায় ছিনতাই করতে নিষেধ করে। আমার ভাই তাদের কয়েকজনকে মারপিটও করে। পরে আজকে সন্ধ্যায় তারা আমার ভাইকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এ সময় সিফাত নামে আরও একজনকে কুপিয়ে জখম করা হয়।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’