Image description

যুক্তরাষ্ট্রে দামি পোশাক রপ্তানিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে ভিয়েতনাম-ভারত। ইউনাইটেড স্টেটস ইন্টারন্যাশনাল ট্রেড কমিশনের প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

উচ্চমূল্যের পোশাক রপ্তানি, অবকাঠামো সুবিধা ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে দুই দেশের রপ্তানি বাড়ছে বলে উঠে এসেছে প্রতিবেদনে। এতে বলা হয়, মার্কিন বাজারে চীনের অংশ ২০২৩ সালে কমে ২১ দশমিক ৩ শতাংশে নেমে এসেছে।

বিপরীতে, ভিয়েতনামের শেয়ার বেড়েছে ১৭ দশমিক ৮ শতাংশ, ভারতের মার্কেট শেয়ার বেড়ে ৫ দশমিক ৩ শতাংশে দাঁড়িয়েছে। আর বাংলাদেশের অংশ বেড়ে হয়েছে মাত্র ৯ শতাংশ। 

প্রতিবেদনে বলা হয়েছে, চীনের আধিপত্য কমার সাথে সাথে বাংলাদেশ, ভিয়েতনাম এবং ভারতসহ অন্যান্য দেশ বিশ্ববাজারে তাদের উপস্থিতি বাড়িয়ে তুলেছে।

মানবকণ্ঠ/এসআরএস