Image description

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খানের দুই বোন আলিমা খান ও উজমা খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৪ অক্টোবর) এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়, রাজধানী ইসলামাবাদের ডি-চকে বিক্ষোভের প্রস্তুতিকালে পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাদের সেক্রেটারিয়েট পুলিশ স্টেশনে নেয়া হয়েছে। ইমরান খান ও তার স্ত্রী বুশরা খান গত এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছেন। তাদের মুক্তির দাবিতে এই বিক্ষোভ সমাবেশের ডাক দেয়া হয়।

এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে আরও বলা হয়, শুক্রবার জুমার নামাজের পর ইসলামাবাদের ডি-চকে পিটিআইর পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি ছিল। দলের নেতাকর্মী ও সমর্থকরা নির্ধারিত এলাকায় জড়ো শুরু করেন। ইমরান খানের দুই বোন আলিমা ও উজমা খানও বিক্ষোভে যোগ দিতে বের হন। কিন্তু বিক্ষোভ শুরু হওয়ার আগেই তাদের গ্রেপ্তার করে ইসলামাবাদ পুলিশ।

ওই প্রতিবেদন আরও বলা হয়, এই বিক্ষোভ বন্ধ করতে সর্বাত্মক চেষ্টা করছে কর্তৃপক্ষ। সকালেই রাজধানীতে প্রবেশ ও প্রস্থানের সবগুলো স্থান বন্ধ করে দেয়া হয়েছে। বন্ধ করা হয়েছে মোবাইল ফোন পরিষেবা। অন্যদিকে পিটিআই বিক্ষোভ সমাবেশকে রাজনৈতিক বিজয়ে পরিণত করার জন্য মরিয়ে হয়ে কাজ করছে।

মানবকণ্ঠ/এসআরএস