Image description

পদোন্নতি পেয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। রোববার (৬ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীকে পদোন্নতি দিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় পর পর চার বার পদোন্নতি পাননি রেজাউল মাকসুদ জাহেদী। সরকারের যুগ্ম সচিব থাকাকালে জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি দেওয়া হয়নি তাঁকে। এমনকি কনিষ্ঠ কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে অধস্তন করে রাখা হয়েছিল তাকে।

ছাত্র জনতার আন্দোলনে গণঅভ্যুত্থানের ফলে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর যুগ্ম সচিব থেকে পদোন্নতি দিয়ে তাকে অতিরিক্ত সচিব করা হয়। এরপর সচিব পদে পদোন্নতি দিয়ে সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো সৎ ও দক্ষ, যোগ্য এই কর্মকর্তাকে।

মানবকণ্ঠ/এসআরএস