Image description

কপালকুণ্ডলা উপন্যাসের একটি বিখ্যাত উক্তি, পথিক তুমি পথ হারাইয়াছ। বাংলাদেশি পরিব্রাজক সাইফুল ইসলাম শান্ত পথ হারাবার তেমন পাত্র নন। শান্ত অদম্য ইচ্ছাশক্তি দিয়ে বিশ্ব ভ্রমণের পথরেখা তৈরি করে নিবেন এমনটাই প্রত্যাশা। শান্ত দনিয়া কলেজে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছেন। ইতিমধ্যে তিনি পায়ে হেঁটে বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণ করেছেন। বর্তমানে পায়ে হেঁটে বিশ্বভ্রমণের মিছিলে সামিল হয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, “যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।” বাংলাদেশের সন্তান শান্ত পায়ে হেঁটে বিশ্ব জয়ের সেই একলা পথিক। পরিব্রাজক শান্তর সাক্ষাৎকার নিয়েছেন মানবকণ্ঠের সহ সম্পাদক সনজিৎ সরকার উজ্জ্বল।

শান্ত পায়ে হেঁটে বিশ্বভ্রমণের লক্ষ্যে ২০২৪ সালের ২২ মার্চ জাতীয় সংসদ ভবনের সামনে থেকে যাত্রা শুরু করেন। বিশ্বের ১৯৩ টি দেশ পায়ে হেঁটে ভ্রমণ করার ইচ্ছে তার। এবারের বিশ্ব ভ্রমণের প্রতিপাদ্য বিষয় হচ্ছে: সেভ ট্রিস, মিনি মাইজ গ্লোবাল ওয়ার্মিং। বিশ্বের জলবায়ুর সাথে খুবই প্রাসঙ্গিক একটি থিম। শান্ত বর্তমানে ভারতে অবস্থান করছেন। এখন পর্যন্ত হেঁটেছেন বাংলাদেশ, ভারত, উজবেকিস্তান, তাজিকিস্তান ও নেপাল।

মানবকণ্ঠ: পায়ে হেঁটে বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে এখন পর্যন্ত কতদিন হেঁটেছেন? 

শান্ত: এই ৫/৬ মাসে অফিসিয়ালি মোট হেঁটেছি ৮৩ দিন। আর বাকি দিন বিশ্রাম, ভিসা সংক্রান্ত কাজ এবং অন্যান্য কাজে ব্যয় হয়েছে। এই ৮৩ দিনে মোট হেঁটেছি ২০০১.৫১ কিলোমিটার পথ। হাঁটা পথের দূরত্ব মাপতে স্ট্রাভা অ্যাপের সাহায্য নিচ্ছি।

মানবকণ্ঠ: এ দুই হাজারের অধিক পথ ভ্রমণ সম্পর্কে যদি বিস্তারিত বলতেন-

শান্ত: প্রথমে ঢাকা টু ইন্ডিয়ার ঝাড়খণ্ড রাজ্য পর্যন্ত হেঁটেছি। এরপর উজবেকিস্তানের রাজধানী তাসখন্দ  থেকে তাজিকিস্তানের রাজধানী দুসানবে সিটি পর্যন্ত হাঁটি ও নেপাল কাঠমুন্ডু সিটি থেকে অন্যপূর্ণা বেইস ক্যাম্প হয়ে পোখারা পর্যন্ত হেঁটেছি।

ঢাকা থেকে ঝাড়খণ্ড (ইন্ডিয়া) পর্যন্ত হেঁটে এসেছি তারপর ট্রেনে দিল্লি, দিল্লি থেকে ফ্লাইটে উজবেকিস্তানের তাসখন্দ সিটিতে তারপর সেখান থেকে আবার হাটা শুরু তাজিকিস্তানের দুসানবে সিটি পর্যন্ত। তাজিকিস্তান থেকে উজবেকিস্তানে এসে উজবেকিস্তান থেকে ফ্লাইটে নেপালে চলে আসি, নেপাল হাঁটা সম্পন্ন করে নেপাল ফ্লাইটে ইন্ডিয়া চলে আসি। বাই রুটে এন্ট্রি বাংলাদেশিদের জন্য বন্ধ তাই ফ্লাইটে আসতে হয়েছে।

মানবকণ্ঠ: কোনো স্পন্সর পেয়েছেন? 

শান্ত: এখন পর্যন্ত কোন অফিসিয়াল স্পনসর পাইনি, স্পন্সর খুব প্রয়োজন এবং আমার প্রশাসনিক সাপোর্ট খুব প্রয়োজন, দেশের মানুষের সাপোর্ট প্রয়োজন। অন্যথায় আমার এই ভ্রমণ সামনে এগিয়ে নিয়ে যাওয়া খুবই কঠিন হবে। 

মানবকণ্ঠ: ভ্রমণের সময় কোন সমস্যার সম্মুখীন হয়েছেন?

শান্ত: বাংলাদেশর বাহিরে ইন্ডিয়া, উজবেকিস্তান, তাজিকিস্তান, নেপাল ভ্রমণ করেছি সেই সব দেশেই অনেক আন্তরিকতা পেয়েছি এখন পর্যন্ত কোন ধরনের সমস্যায় পড়তে হয়নি হাটার সময়। ভ্রমণ খুব ভালো ভবেই সম্পন্ন করেছি।

মানবকণ্ঠ: বিভিন্ন দেশের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা কেমন? 

শান্ত: আমার ভ্রমণের মূল সমস্যা হচ্ছে ভিসা সংক্রান্ত বিষয়, সহজে ভিসা পাওয়া যায়না এবং অনেক দেশেই বাইরুটে এন্ট্রি দিচ্ছেনা; প্রশাসনের অনুমতি ছাড়া বা বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষের অনুমতি ছাড়া। আমার বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষের সহযোগিতা খুব প্রয়োজন ভবিষ্যতে  ভ্রমণের জন্য অন্যথায় আমার ভ্রমণ খুবই চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে।

মানবকণ্ঠ: পায়ে হেঁটে বিশ্ব ভ্রমণেও আপনি কেন ফ্লাইট ব্যবহার করছেন?

শান্ত: আমার এই হাঁটা ভ্রমণে একটা দেশের মধ্যে সাধারণত ১ মাসের ভিসা পেয়ে থাকি। আমাকে এই এক মাসের মধ্যে পরবর্তী দেশের ভিসা প্রসেসিং সহ আনুষঙ্গিক কাজ করতে হয় তাই আমি এই এক মাসের মধ্যে একটা দেশের যতটুকু পথ কাভার করা সম্ভব ততটাই হাঁটার চেষ্টা করি। আর অনেক দেশে ল্যান্ড বর্ডার দিয়ে এন্টি দেয়না সেখানে সেই দেশে যাবার জন্য ফ্লাইটে উঠতে হয় এছাড়াও সিরিয়ালে একটা দেশের পর আরেকটা দেশের ভিসা পাচ্ছিনা যার কারণে এইভাবে এগাতে হচ্ছে এ ছাড়া আর কোন সুযোগ নেই।

মানবকণ্ঠ: কেউ স্পন্সর করতে চাইলে সেটা কীভাবে করবে? 

শান্ত: আমার এই যাত্রাপথে স্পন্সর কিলোমিটার ভিত্তিক নিয়েছি। আমার প্রতি কিলোমিটার কেউ কিনতে পারবে, যেমন: একজন সর্বনিম্ন ৫০ কিলোমিটার পথ কিনতে পারবে, যার মূল্য ১০০ ডলার, প্রতি কিলোমিটার ২ ডলার করে। একজন চাইলে যত খুশি কিলোমিটার পথ কিনতে পারবেন যাকে ভ্রমণের শুভেচ্ছা উপহার দেয়া হবে।

মানবকণ্ঠ: এখন পর্যন্ত কারা সাহায্য বা অনুপ্রেরণা যুগিয়ে যাচ্ছেন?

শান্ত: এখন পর্যন্ত ভ্রমণে যাদেরকে আমার পাশে পেয়েছি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংগঠনগুলোর মধ্যে রয়েছে 1) Aariz Foundation 2) Ultra Camp Runner (UCR) 3) Bangladesh athletics federation 4) আবৃত্তি বিশ্ববিজ্ঞানালয় 5) Dynamic Runners Interbd 6)Bangladesh Travel Writers Association 7) হঁটাহাঁটি the walk.