বছরের শুরুতে আনষ্ঠানিকভাবে বাজারে নিয়ে আসে আমলকী হারবাল কোম্পানির অভিনব আমলকী হালাল বিউটি কোলাজেন ড্রিংক। তবে এবার নিয়ে আসা হলো নতুন মোড়কে নতুন ধরণের কোলাজেন ড্রিংক। এটি মূলত থাইল্যান্ডের ভেগা থাই কোম্পানি লিমিটেড এবং আমলকী হারবালের কোলাবরেশন।
নতুন এই কোলাজেন ড্রিংক নিয়ে আমলকীর স্বত্বাধিকারী নন্দিতা শারমীন বলেন, এটি ত্বকের বুড়িয়ে যাওয়া প্রতিরোধ করে। ত্বকের উজ্জলতা বৃদ্ধি করে টানটান ভাব বজায় রাখে। তবে শুধু ত্বক নয়, নিয়মিত এই ড্রিংক পান করলে যাদের চুল পড়া জাতীয় সমস্যা আছে সেটি কমে যায় এবং গ্রোথ বৃদ্ধি করে।’
নন্দিতা শারমিন আরও জানান, এই ড্রিংক এ এমন উপাদান রয়েছে যার ফলে শরীরের জয়েন্টের ব্যাথা যেমন প্রতিরোধ করেন তেমনি নখ ভেঙে যাওয়ার প্রতিরোধ করতেও কাজ করে।’
তবে হালাল উপাদানে তৈরি এই ড্রিংক পান করতে পারবেন শুধুমাত্র ৩০ বছরের বেশি বয়সীরা।
উল্লেখ্য, আমলকির পণ্য সর্বদাই প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে তৈরি যা ত্বককে যেকোনো ধরণের পার্শপ্রতিক্রিয়া থেকে সুরক্ষা দেয়। তাই নিশ্চিন্তে ব্যবহার করার পরামর্শ দেন তিনি।
কোলাজেন ড্রিংকসহ আমলকীর সব ধরণের পণ্য পাওয়া যাচ্ছে দেশের বিভিন্ন মেগাশপ, অনলাইন শপে। এছাড়া সরাসরি আমলিকের ফেসবুক পেজে যোগাযোগ করে সংগ্রহ করা যাবে এর প্রতিটি পণ্য।
মানবকণ্ঠ/এসআরএস
Comments