Image description

জাফলংয়ের বালু ও পাথর লুটপাটের অভিযোগে সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম শাহ পরাণের দলীয় পদ স্থগিত করা হয়েছে। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে রফিকুলের দলীয় পদ স্থগিত করা হয় বলে বুধবার (১৬ অক্টোবর) রাতে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী জানান।

৫ অগাস্ট থেকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পাথর কোয়ারি থেকে পাথর ও বালু লুটপাট শুরু হয়। এতে বিএনপি নেতা রফিকুলের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এরপরই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার নিল দল।

জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, “সোমবার রফিকুলের দলীয় পদ স্থগিত করা হয়। দলীয় শৃঙ্খলা-নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের জন্য তার সব দলীয় পদ স্থগিত রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় কমিটি। কারো বিরুদ্ধে কোনো অপকর্মের অভিযোগের সত্যতা পেলেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।”

তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহ পরাণ বলেন, “এসব অভিযোগের বিষয়ে আমি কিছু জানি না। ওই ধরনের কাজের সঙ্গে আমার সম্পৃক্ততা নেই। আমি কোনো চিঠি পাইনি।”