Image description

ঢাকা জেলার সাভারের আশুলিয়ার জিরাবো দক্ষিণপাড়া এলাকায় শুক্রবার (১৮ অক্টোবর) একদল সন্ত্রাসী মসজিদ দখলের চেষ্টা করে। মসজিদ দখলের চেষ্টাকালে উপস্থিত মুসল্লিরা বাধা দিলে সন্ত্রাসীরা মুসল্লিদের ওপর ঝাঁপিয়ে পড়ে হামলা করে। সন্ত্রাসীদের হামলার ঘটনায় অন্তত পাঁচ থেকে ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (১৮ অক্টোবর) রাতে এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজালাল।

অভিযুক্তরা হলেন- আশুলিয়ার ১নং ওয়ার্ডের ধলপুর এলাকার সমির আলীর ছেলে মো. মাসুম পারভেজ (৪০), সাভার মডেল থানার রাজাশন এলাকার সাইফুল আজম দেলোয়ার (৪৪), মো. মিরাজ মোল্লা ও জিরাবো এলাকার মৃত হাবিবুর রহমান দেওয়ানের ছেলে মো. মনির দেওয়ানসহ (৫২) তাদের সহযোগী অজ্ঞাতনামা আরও ৫/৬ জন।

ভুক্তভোগীরা হলেন- মো. আলম বেপারী ও আব্দুস সালামসহ অন্তত ৫ জন। এদের মধ্যে আব্দুস সালামের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় মো. আলম বেপারী জিরাবোর তৈয়বপুর মৌজাস্থিত সিএস ও এসএ ২০১, আরএস ৬৫২ নং দাগের ৩২ শতাংশ সম্পত্তি ওয়ারিস সূত্রে মালিক হয়ে হাবিব ইন্ডাস্ট্রিয়াল পার্ক নির্মাণ করেন। সেই জমি থেকেই জিরাবো বাইতুন নূর জামে মসজিদের নামে ১৮ শতাংশ জমি ওয়াক্ফ (দান) করে দেন আলম বেপারী। সেই জমি অন্যায়ভাবে নিজের দাবি করে আসছে অভিযুক্তরা। এ ব্যাপারে আদালতে মামলা চলমান রয়েছে।

অভিযুক্তরা আজ মসজিদে এসে লোহার গেট সহ মসজিদের মাইক, ঘড়ি, জানালা দরজা ভাঙ্চুর করে অনুমান এক লাখ টাকার ক্ষতি সাধন করে। পরে মসজিদের সাইন বোর্ড খুলে তাদের সাইন বোর্ড লাগানোর চেষ্টা করে। খবর পেয়ে ভুক্তভোগীরা ঘটনাস্থলে পৌঁছে মসজিদ ভাঙচুরে বাধা দিলে তাদের ওপর হামলা করে তারা। এসময় অন্তত ৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজালাল বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।