Image description

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে অনুষ্ঠিতব্য শিক্ষানবিশ পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে। 

রোববার (২০ অক্টোবর) সকাল ১০টায় একাডেমিক প্যারেড গ্রাউন্ডে ৪০তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের এ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কুচকাওয়াজে যোগ দিতে একদিন আগেই রাজশাহীতে পৌঁছান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে ঠিক কি কারণে এ অনুষ্ঠান হঠাৎ রাতে স্থগিত হল তা নিশ্চিত হওয়া যায়নি।

কুচকাওয়াজ স্থগিত হওয়ার বিষয়টি জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন। 

এর আগে শনিবার (১৯ অক্টোবর) বিকেলে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নেয়া এসব কর্মকর্তাদের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেখানে তিনি বলেন, গত ১৫ বছরে মেধার বাইরে রাজনৈতিক বিবেচনায় বিসিএস পুলিশে যারা নিয়োগ পেয়েছেন তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে। 

সূত্র জানায়, এবারে ৪০ তম বিসিএস পুলিশে যারা নিয়োগ পেয়ে প্রশিক্ষণ সমাপনীতে অংশ নিচ্ছেন তাদের মধ্যে ৬২ জন রয়েছেন যারা আওয়ামী লীগ সরকারের সময়ে ছাত্রলীগের নেতা ও কর্মী বিবেচনায় এ চাকরিতে স্থান পেয়েছেন। তবে বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতনদের কেউ কথা বলতে রাজি হননি।