Image description

লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবর্তন শুরু হয়েছে। সৌদি আরবের জেদ্দা হয়ে প্রথম দফায় আজ (২১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকায় ফিরবেন ৫৪ বাংলাদেশি, যাদের মধ্যে সাত শিশু রয়েছে।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার কামরুল ইসলাম ভূইয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রথম ফ্লাইটে লেবানন থেকে ৫৪ জন দেশে ফেরত আসছেন। সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ সন্ধ্যায় তাদের ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।

এছাড়া লেবানন থেকে দ্বিতীয় দফায় আগামী বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় দেশে ফেরত আসবেন ৬৫ বাংলাদেশি। তাদের মধ্যে দুই শিশু রয়েছে। লেবানন চলমান যুদ্ধ প‌রি‌স্থি‌তি‌তে দেশে ফিরতে নিবন্ধন করেছেন ১ হাজার ৮০০ বাংলাদেশি। তাদের প্রত্যেককে পর্যায়ক্রমে দেশে প্রত‌্যাবর্তন করা হবে।