Image description

সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে বেড়েছে পেঁয়াজ ও আলুর দাম। শুক্রবার (২৫ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। গত সপ্তাহের চেয়ে কেজিতে ১০ টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩৫ টাকায়। আর কেজিকে ৫ টাকা বেড়ে আলুর দাম হয়েছে ৬০ টাকা। 

কয়েকটি সবজির দাম কিছুটা কমলেও দাম এখনো ক্রেতার নাগালে আসেনি। শীম, টমেটো, করলার কেজি ১০০ টাকার ওপরে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। অবশ্য গত সপ্তাহের চেয়ে দাম কমেছে বেগুনের। বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। এদিকে ডিমের দাম এখনও অপরিবর্তিত। প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। 

এছাড়া ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে। আর সোনালি মুরগির কেজি ৩০০ থেকে ৩২০ টাকা।