Image description

প্রক্টর, রেজিস্ট্রারের পদত্যাগসহ সাত দফা দাবিতে বিক্ষোভ করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ রোববার (২৭ অক্টোবর) সকাল থেকে বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা দিয়ে প্রক্টর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। বন্ধ রয়েছে ক্লাস-পরীক্ষা। 

শিক্ষার্থীদের অভিযোগ, ২৪ অক্টোবর ছাত্রদলের সঙ্গে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে প্রশাসন। পরে বিভিন্ন গণমাধ্যমে শিক্ষার্থীদের রাষ্ট্রদ্রোহী হিসেবে দাবি করেছে প্রশাসন। এছাড়া সাধারণ শিক্ষার্থীদের ছাত্রলীগের সমর্থক হিসেবে আখ্যা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

এদিকে দুপুরে শিক্ষকদের একটি প্রতিনিধি দল শিক্ষার্থীদের সাথে আলোচনা করতে চাইলে তা ফলপ্রসূ হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

এ ব্যাপারে এক শিক্ষার্থী বলেন, ‘প্রক্টরের দায়িত্ব ছিল আমাদের নিরাপত্তা দেওয়া। সেখানে তিনি সাধারণ শিক্ষার্থীদের ছাত্রলীগ ও রাষ্ট্রবিরোধী বলে ট্যাগ দিয়েছেন। আমাদের শিক্ষার্থীরা আহত হয়ে হাসপাতালে ভর্তি।’