Image description

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, আমরা এখন একটি নতুন বাংলাদেশ দেখছি। এখানে অতীতের ন্যায় মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি হওয়া উচিত নয়। বুধবার (৩০ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়, জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করা উচিত কি না। এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ সংক্রান্ত মামলাগুলোর যথাযথ তদন্ত হওয়া উচিৎ।

অপর এক প্রশ্নের উত্তরে তিনি জানান, আগস্টের পর সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন তথ্যানুসন্ধান করছে।

তিনি বলেন, মতপ্রকাশ, শান্তিপূর্ণ সমাবেশ ও রাজনৈতিক দলের অংশগ্রহণের অধিকারকে সম্মান করতে হবে। বর্তমান সরকারের সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল ও এই আইনের অধীনে পুরনো মামলা প্রত্যাহারের পদক্ষেপকে স্বাগত জানাই।

উল্লেখ্য, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক মঙ্গলবার (২৯ অক্টোবর) বাংলাদেশে দুদিনের সফরে আসেন।

ঢাকা সফরকালে হাইকমিশনার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, বেশ কয়েকজন উপদেষ্টা, প্রধান বিচারপতি, সেনাপ্রধান এবং বিভিন্ন সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে বৈঠক করেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি বক্তৃতাও দেন।

মাণববকন্ঠ/আরআই