Image description

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে স্মারকলিপি প্রদান করার পরেও শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো জবাব না পাওয়ায় বিক্ষোভ মিছিল ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা।

বুধবার (৩০ অক্টোবর)  তিতুমীর বিশ্ববিদ্যালয়ের দাবিতে ক্যাম্পাসের মূল ফটক থেকে মিছিল শুরু করে মহাখালী রেলগেট ঘুরে কলেজের প্রধান ফটকের সামনে এসে সড়কে বসে পড়ে শিক্ষার্থীরা। এর ফলে মহাখালী- গুলশান সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এসময় শিক্ষার্থীরা ‘অধিভুক্ত না স্বতন্ত্র, স্বতন্ত্র স্বতন্ত্র,’ ‘অধ্যক্ষ না ভিসি? ভিসি ভিসি’, ‘ঢাবির শিকল হতে মুক্তি চাই, মুক্তি চাই’, ‘তিতুমীর কি চায়? বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়’, ‘মহাখালী কি চায়? বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

এইসময় শিক্ষার্থীরা বলেন, গত বৃহস্পতিবার প্রশাসনের অনুরোধে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে আমরা সড়ক ছেড়েছিলাম। কিন্তু সচিবালয় থেকে আশানুরূপ কোন সাড়া না পাওয়ায় আমরা রাজপথে এসেছি। আমাদের যৌক্তিক দাবি যদি না মানা হয় ভবিষ্যতে মহাখালী ব্লকেডের মত কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। এইসময় ঢাকা বিশ্ববিদ্যালয়কে উদ্দেশ্য করে শিক্ষার্থীরা বলেন, আপনারা শিক্ষা নিয়ে অনেক বাণিজ্য করেছেন আর বাণিজ্য করতে দেওয়া হবে না।

শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শেষে এক সংবাদ সম্মেলনে নতুন করে ৩ দফা দাবি ঘোষণা করা হয় এবং ৭২ ঘণ্টার মধ্যে এইসব দাবি মেনে না নিলে আগামী রোববার ‘বারাসাত ব্যারিকেট টু মহাখালী’ কর্মসূচির ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।

এই ব্যাপারে তিতুমীর ঐক্য কমিটির অন্যতম সদস্য রাশেদ ইসলাম বলেন, ৩ দফা দাবির বিষয়ে ৭২ ঘণ্টার মধ্যে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে যদি আশানুরূপ ফল না আসে তাহলে রোববার সকাল ১১ টা থেকে ১ পর্যন্ত ব্যারিকেট কর্মসূচি পালন করব।

৩ দফা দাবি গুলো হলো- ১. ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বাতিল করে ৭ কলেজ থেকে তিতুমীর কলেজকে পৃথক করতে হবে। ২. তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে কমিশন গঠন করতে হবে। ৩. তিতুমীরকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন করতে হবে।