Image description

গণঅভ্যুত্থান থেকে অর্জিত ক্ষমতার প্রতি সম্মান রেখে নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক। তিনি বলেন, নির্বাচিত সেই সংসদেই দেশের রাষ্ট্রপতি কে হবে, সেই ফয়সালা হবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারি ছুটি পুনর্বহালের দাবিতে প্রতীকী অবস্থান কর্মসূচি অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ফারুক বলেন, শেখ হাসিনা দেশের নির্বাচন ব্যবস্থা ও সংবিধানকে ধ্বংস করেছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারেক রহমান এ দেশের প্রধানমন্ত্রী হবে বলেও মন্তব্য করেন তিনি।

তারেক রহমানের নির্দেশে আমাদের সজাগ থাকতে হবে জানিয়ে তিনি বলেন, আবারও দেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। আওয়ামী লীগ যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

এসময় প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রশংসাও করেন তিনি। বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে দেশের রাজনীতিতে কোনো জায়গা নাই এমন বক্তব্যের কারণে ড. ইউনূসকে সাধুবাদ জানাই। একইসঙ্গে ৭ নভেম্বরের বিপ্লব দিবসকে ছুটি ঘোষণা করার দাবিও জানান তিনি।