জাতীয় পার্টি চেয়ারম্যান ও মহাসচিবসহ পার্টির নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে শনিবার রাজধানী ঢাকায় সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে দলটি।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
এতে বলা হয়, শনিবার রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জাতীয় পার্টি। দুপুর ২টায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সভাপতি হিসেবে বক্তব্য দেবেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। এ ছাড়া জাতীয় পার্টির শীর্ষ নেতারা অনুষ্ঠেয় সমাবেশে বক্তৃতা করবেন।সমাবেশ শেষে সভাস্থল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হবে।
জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদেরকে যথাসময়ে উপস্থিত থেকে সমাবেশ ও মিছিল সফল করতে নির্দেশনা দিয়েছেন জিএম কাদের।
Comments