Image description

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই বিমানবন্দরে গুরুতর আহত হয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। মূলত বিমান থেকে নামতে গিয়ে তিনি পড়ে যান এবং এতে তার পায়ের হাড় ভেঙে গেছে।

তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। পাকিস্তানের এই প্রেসিডেন্টকে চার সপ্তাহের জন্য বিশ্রামে থাকতে বলা হয়েছে। গত বুধবার (৩০ অক্টোবর) দুবাই বিমানবন্দরে এই ঘটনা ঘটে। শুক্রবার (১ নভেম্বর) এক প্রতিদেনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে দুবাই বিমানবন্দরে পৌঁছানোর পর বিমান থেকে নামার সময় পড়ে গিয়ে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির পায়ের হাড় ভেঙে গেছে। প্রেসিডেন্ট হাউসের মুখপাত্র জানিয়েছেন, ওই ঘটনার পর প্রেসিডেন্ট জারদারিকে অবিলম্বে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষার পর পায়ে প্লাস্টার কাস্ট প্রয়োগ করেন।

মুখপাত্র আরও বলেন, প্রেসিডেন্ট জারদারির পায়ে চার সপ্তাহের জন্য ওই প্লাস্টার কাস্ট থাকবে এবং তাকে বাড়িতে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। চিকিৎসার পর প্রেসিডেন্ট জারদারিকে তার বাসভবনে স্থানান্তরিত করা হয়।