Image description

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে আজ শুক্রবার আড়াইহাজার থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

গণমিছিলে বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানের বির’দ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নানা ধরনের স্লোগান দেন। গণমিছিলটি আড়াইহাজার থানার পায়রা চত্বর থেকে শুর’ হয়ে এশিয়ান হাইওয়ে পদক্ষিণ করে আবার পায়রা চত্বরে এসে শেষ হয়।

গণমিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান। তার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে বিগত স্বৈরাচারি শেখ হাসিনার সরকার বিভিন্ন মামলা দায়ের করেছে। শুধু তাই নয় তারেক রহমানকে দেশে আসতেও বাধা দেওয়া হয়েছে। মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে নির্বাসিত করা হয়েছে। তিনি অবিলম্বে তারেক রহমানের মামলা প্রত্যাহার করে তাকে দেশে প্রর্ত্যাবর্তনের সুযোগ করে দেওয়ার আহবান জানান।

নজরুল ইসলাম আজাদ বলেন, বিগত ১৭ বছর নানা অত্যাচার-নির্যাতন সহ্য করে তারেক রহমানের নেতৃত্বে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। অবশেষে ছাত্র-জনতার গণঅভুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে। যেকোন মূল্যে খুনি শেখ হাসিনাকে এদেশে ফিরিয়ে আনতে হবে। এদেশের মাটিতে তার বিচার করতে হবে। খুনি হাাসিনার বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। 

মাণববকন্ঠ/আরআই