Image description

ইনজুরি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়রের ক্যারিয়ারে নিত্য সঙ্গী। ফলে তাকে তুলনামূলক বেশি সময় কাটাতে হয়েছে মাঠের বাইরেই। তেমনই এক পরিসংখ্যান সামনে এসেছে নতুন করে চোটে পড়ার পর। এক বছরের ইনজুরি কাটিয়ে অক্টোবরের শেষদিকে মাঠে ফিরেছিলেন আল-হিলালের এই ব্রাজিলিয়ান তারকা। তবে আবারও তিনি চার সপ্তাহের জন্য ছিটকে গেছেন। গত দুই বছরে সবমিলিয়ে তিনি খেলেছেন মাত্র ২০ ম্যাচ।

৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড নতুন করে চোট পেয়েছেন গত ৪ নভেম্বর। অক্টোবরে মাঠে ফেরার পর তিনি এএফসি চ্যাম্পিয়নস লিগের দুটি ম্যাচে নামেন বদলি হিসেবে। কিন্তু প্রত্যাবর্তনের পর দ্বিতীয় ম্যাচেই নেইমারকে হ্যামস্ট্রিং চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। যা থেকে সেরে উঠতে ৪ থেকে ৬ সপ্তাহ লাগতে পারে বলে জানিয়েছে আল-হিলাল। এরপর গুঞ্জন উঠেছে ইনজুরি-কবলিত এই তারকাকে জানুয়ারিতে ক্লাবটি বেচে দিতে পারে!

২০২২ কাতার বিশ্বকাপে ব্রাজিল আশানুরূপ পারফর্ম করতে পারেনি, বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। নেইমারও এরপর দুই বছরে ইনজুরিতে কাটিয়েছেন ৫২৬ দিন। ফলে গত দুই বছরে তিনি সবমিলিয়ে কেবল ২০টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে পিএসজির হয়ে ৯, ব্রাজিল জাতীয় দলে ৪ এবং আল-হিলালের জার্সিতে ৭টি ম্যাচে মাঠে নামেন নেইমার। এই সময়ে নেইমার চোটে পড়েছেন ৪ বার। গত বছরের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে চোটে পড়ার পর তাকে এক বছরেরও বেশি সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে।