Image description

রাজধানীর তেজগাঁও মহিলা কলেজের একটি হোস্টেলে মঙ্গলবার সকাল আটটার দিকে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী হোস্টেলটির কয়েকজন ছাত্রী।

তেজগাঁওয়ের তেজতুরী বাজার এলাকায় ছয়তলাবিশিষ্ট হোস্টেলটি অবস্থিত। ছাত্রীরা জানান, হোস্টেলের নিরাপত্তাকর্মী বাজারে গিয়েছিলেন। এ সুযোগে এক ব্যক্তি হোস্টেলে ঢুকে বিভিন্ন কক্ষ থেকে ৩টি মুঠোফোন, ১৩ হাজার টাকা ও কিছু স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছেন।

চুরির এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীদের পক্ষে লামিয়া আক্তার নামের এক ছাত্রী থানায় অভিযোগ দিয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, থানায় অভিযোগ দেওয়ার পর একজন পুলিশ সদস্য হোস্টেলে এসেছিলেন। তবে তাঁর এ অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা নেয়নি।

এ বিষয়ে তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান বলেন, চুরির অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হচ্ছে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে পুলিশ কেন মামলা নেয়নি, সেটির বিষয়ে তিনি কিছু জানেন না।

তেজগাঁও মহিলা কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, হোস্টেল থেকে চুরি হওয়ার বিষয়টি তিনি শুনেছেন। ভুক্তভোগী শিক্ষার্থীরা থানায় অভিযোগ দিয়েছেন। সেটির তদন্ত চলছে।

মানবকণ্ঠ/আরআই