Image description

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরের ৫ নম্বর সেক্টরের একটি লেক থেকে অজ্ঞাতনামা এক যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে রূপগঞ্জ থানা-পুলিশ লাশের খণ্ডাংশগুলো উদ্ধার করে। অজ্ঞাতনামা ওই যুবকের মরদেহ সাতটি খণ্ডে বিভক্ত ছিল। যা তিনটি পলিথিনে মোড়ানো ছিল। দেহের দুটি খণ্ড খুঁজে পাওয়া যায়নি। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের পরিচয় জানা যায়নি। অজ্ঞাতনামা ওই যুবকের আনুমানিক বয়স ৪০ বছর। পুলিশের ধারণা, দুই থেকে তিন দিন আগে এই যুবক খুন হয়েছে।

স্থানীয় লোকজন জানান, সকালে কাঞ্চন-কুড়িল সড়কের উত্তর পাশে ৫ নম্বর সেক্টরের ব্রাহ্মণখালী এলাকায় একটি লেকে স্থানীয় এক রিকশাচালক হাত–মুখ ধোয়ার জন্য নামেন। এ সময় দুর্গন্ধের উৎস সন্ধান করতে গিয়ে তিনি পলিথিনে মোড়ানো মরদেহ দেখতে পান। পরে তাঁর ডাক–চিৎকারে আশপাশের লোক জড়ো হয়ে পুলিশে খবর দেন।

ওসি জানান, ‘পলিথিনে মোড়ানো লাশ পড়ে আছে বলে সকাল আটটায় স্থানীয় লোকজন আমাদের জানান। খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে তিনটি পলিথিনের ব্যাগে মোড়ানো এক যুবকের মরদেহের সাতটি অংশ উদ্ধার করি। তাৎক্ষণিক তাঁর পরিচয় জানা যায়নি। অজ্ঞাতনামা ওই যুবকের আনুমানিক বয়স ৪০ বছর। ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে এই যুবক খুন হয়েছেন। পরে তাঁর মরদেহের বিভিন্ন অংশ লেকে ফেলে যাওয়া হয়েছে।’

ঘটনাস্থল থেকে মরদেহের সাতটি অংশ উদ্ধার করা হলেও ডান পায়ের ঊরু ও মেরুদণ্ডের অংশ পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওসি। তিনি বলেন, ‘আমরা যথাসম্ভব খুঁজেছি। লাশের দুটি অংশ পাওয়া যায়নি। ঘটনাস্থলে সিআইডি ও পিবিআই এসেছে। আমরাও তদন্ত শুরু করেছি। মরদেহের খণ্ডাংশগুলো ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

মানবকণ্ঠ/এসআর