Image description

আবার পর্দায় ফিরছেন বর্ষীয়ান সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমান। একসময়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘লাল গোলাপ’র মাধ্যমে তাঁর এই প্রত্যাবর্তন হচ্ছে। ইতিমধ্যে অনুষ্ঠানটির দুটি পর্ব রেকর্ডিং হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি। তবে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি শফিক রেহমান।

তিনি বলেন, ‘প্রায় আট বছর পর লাল গোলাপ অনুষ্ঠানের দুটি পর্বের রেকর্ডিং করেছি। সবকিছু ঠিক থাকলে আগামী পহেলা ডিসেম্বর থেকে অনুষ্ঠানটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেখা যাবে।’

শফিক রেহমান সাপ্তাহিক যায়যায়দিন এবং পরে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। 'মৌচাকে ঢিল' নামে একটি পাক্ষিক পত্রিকা সম্পাদনা করেও আলোচিত হয়েছেন।

তবে টেলিভিশনে লাল গোলাপ অনুষ্ঠানটি উপস্থাপনা করে তুমুল জনপ্রিয়তা পান তিনি। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বিটিভিতে লাল গোলাপ প্রচার হয়েছে। এই অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত অতিথিকে একটি লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানাতেন।

পরে ২০১০ সাল থেকে বেসরকারি টেলিভিশন স্টেশন বাংলাভিশনে অনুষ্ঠানটি প্রচার হতে দেখা যায়। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের’ মামলায় ২০২৩ সালের আগস্টে শফিক রেহমানকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ২০১৬ সালে এই মামলায় গ্রেপ্তার হন তিনি। এরপর আর অনুষ্ঠানটি করেননি। পরে পাড়ি জমিয়েছিলেন যুক্তরাজ্যে।