যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে জয়ী হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে প্রথমবারের মতো তিনি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন বৈঠক করেন।
বুধবার (১৩ নভেম্বর) হোয়াইট হাউসে নবনির্বাচিত এবং বর্তমান প্রেসিডেন্টের সাথে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উভয়েই আগামী জানুয়ারিতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন।
হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্যঁ-পিয়েরে সাংবাদিকদের বলেন, দুই ঘণ্টাব্যাপী ট্রাম্প ও বাইডেনের মধ্যে বৈঠক হয়েছে। এটি একটি অর্থবহ বৈঠক ছিল। যুক্তরাষ্ট্র ও বিশ্বের বিভিন্ন বিষয়ের পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ নীতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন তারা।
নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা এখন কোনো অবস্থানে আছি, সে বিষয়ে আমি তার মতামত জানতে চেয়েছি। তিনি আমাকে তা আন্তরিকতার সাথে জানিয়েছেন।
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করতে ওয়াশিংটনে পৌঁছান নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৩ নভেম্বর) তার ব্যক্তিগত জেট বিমানে ওয়াশিংটনে নামেন তিনি।
গত ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিসকে হারান তিনি। এর পরদিন ডোনাল্ড ট্রাম্পকে টেলিফোনে অভিনন্দন জানান প্রেসিডেন্ট জো বাইডেন।
২০১৬ সালের নির্বাচনে ট্রাম্প যখন প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন, তখন রীতি মেনে তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা।
মানবকণ্ঠ/আরআই
Comments