শনিবার থেকে টানা তিনদিনের আয়োজনের মূল লক্ষ্য, এ অঞ্চলে দ্রুত বিকাশমান পরিস্থিতিকে বৈশ্বিক প্রেক্ষাপটে জানা ও বোঝা। দেশ-বিদেশের ৮০০ প্রতিনিধির অংশগ্রহণে ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু হচ্ছে ঢাকায়।
হোটেল সোনারগাঁওয়ে তৃতীয়বারের মত আয়োজিত এই সম্মেলন শনিবার থেকে শুরু হয়ে চলবে সোমবার পর্যন্ত। শুক্রবার (১৫ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজে (সিজিএস) সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
সিজিএসের উদ্যোগে অনুষ্ঠেয় সম্মেলনের প্রথম দিনে উদ্বোধনী বক্তা হিসেবে অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
সাবেক সরকারের আমলে এই আয়োজন নানাভাবে ‘বাধা পেয়েছে’ অভিযোগ তুলে সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান বলেন, “উদ্যোগটির মূল লক্ষ্য, এ অঞ্চলে দ্রুত বিকাশমান পরিস্থিতিকে বৈশ্বিক প্রেক্ষাপটে জানা ও বোঝা। এর আগে আওয়ামী লীগের মন্ত্রীরা শেষ মুহূর্তে অনুষ্ঠানে আসেননি। আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে হয়রানি করা হয়েছে।”
অন্তর্বর্তী সরকার এই আয়োজনে ‘সহযোগিতা করছে’ বলেও জানিয়েছেন জিল্লুর রহমান।
‘বে অব বেঙ্গল কনভারশেসন’ প্রথমবার হয়েছিল ২০২২ সালের নভেম্বরে; গতবছর হয়েছিল অক্টোবরে।
জিল্লুর রহমান বলেন, “বে অব বেঙ্গলে আমাদের যে অংশীদারত্ব আছে, এটা পৃথিবীর মানুষকে জানানো হয় এ ধরনের আয়োজনে।
“এতে বাংলাদেশও লাভবান হয়। আমরা সব সময় এ আয়োজনকে সরকারের বাইরে রাখতে চাইব। আমাদের পলিসিগুলো নীতিনির্ধারকদের জন্য। সরকারের সঙ্গে আমরা কোনো আর্থিক বিষয়ে জড়াব না।”
এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা ‘খুব কঠিন’ মন্তব্য করে তিনি বলেন, “গত দুই বছর খুব বেগ পেতে হয়েছে। আমরা আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করতে চাই। বাংলাদেশের ইস্যু টুকটাক, তবে আন্তর্জাতিক ইস্যু বেশি আসবে। সরকারের সাহায্য চাই, আমাদের আয়োজনে যেন কেউ বাধা হয়ে না দাঁড়ায়।”
জিল্লুর বলেছেন, এবারের সম্মেলনে সংবাদপত্রের স্বাধীনতা এবং ভুল তথ্যের ক্রমবর্ধমান বিস্তার, সবুজ শক্তি এবং জলবায়ু পরিবর্তন, বিশ্ববাণিজ্য এবং অর্থনৈতিক সমস্যা, বৈশ্বিক সংঘাত এবং ভূরাজনীতির ল্যান্ডস্কেপ ও মানবাধিকার বিষয়গুলো আলোচিত হবে।
আয়োজনের ৭৭টি সেশনে গবেষক, শিক্ষক, লেখক, সমরবিদ, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনীতিকসহ বিভিন্ন পেশার আট শতাধিক ব্যক্তি অংশ নেবেন।
Comments