Image description

হঠাৎ রোববার বিকেলে গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর শঙ্করে ইবনে সিনা হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। সন্ধ্যার দিকে জানা গিয়েছিলো, তার অবস্থা গুরুতর। যে কারণে তাকে নেয়া হয়েছিলো সিসিইউতে। সেখান থেকে আর ফিরলেন না দেশের ফুটবলের প্রথম অধিনায়ক।

সোমবার দুপুর পৌনে ১২টায় হাসপাতালের সিসিইউতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জাকারিয়া পিন্টু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮১ বছর।

জানা গেছে, সিসিইউতে থাকাকালীনই হার্ট স্ট্রোক করেন। এ কারণেই মূলত অবস্থার দ্রুত অবনতি ঘটে। যেখান থেকে আর তাকে ফেরানো যায়নি।

জাকারিয়া পিন্টুর দীর্ঘদিনের সঙ্গী, সাবেক তারকা হকি খেলোয়াড় ও ফুটবলার প্রতাপ শঙ্কর হাজরা রোববার রাতে জাগো নিউজকে বলেছিলেন, ‘পিন্টু ভাইর অনেক পরীক্ষা-নীরিক্ষা চলছে। বিকেলে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকরা তাকে হাসপাতালে এনে ভর্তি করান। আমি চারটার দিকে খবর পেয়ে এখানে ছুটে আসি এবং এখনো সিসিইউ রুমের সামনে অপেক্ষা করছি।’

চিকিৎসকরা কি বলেছেন তার ব্যাপারে? তখন জানতে চাইলে হাজরা বলেছিলেন, আমার সাথে ডাক্তারদের কথা হয়নি। কথা হয়েছে এমন একজন জানালেন অবস্থা বেশি ভালো না। পরিবারের পক্ষ থেকে তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। ৫-৬ দিন আগে ফোনে আমার সাথে কথা হয়েছিল পিন্টু ভাইর। তখন তিনি বলেছিলেন-শরীরটা ভালো যাচ্ছে না। হঠাৎ করে ডায়াবেটিস না কি হাই হয়ে গিয়েছিল।

মানবকণ্ঠ/আরআই