মধ্যপ্রাচ্যের নেতৃস্থানীয় দেশ সৌদি আরবের প্রাপ্তবয়স্ক জনসমষ্টির ৪৫ শতাংশই অতিরিক্ত শারীরিক ওজন বা স্থুলতায় ভুগছেন। আর দেশটির শিশু এবং অপ্রাপ্তবয়স্কদের এক তৃতীয়াংশই স্থুলতায় আক্রান্ত।
সোমবার সৌদির জাতীয় পরিসংখ্যান দপ্তর জেনারেল অথরিটি অব স্ট্যাটিসটিক্স (গাসতাত) ২০২৪ হেলথ ডিটারমিনেন্ট স্ট্যাটিসটিক্স নামে একটি প্রতিবেদ প্রকাশ করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে এ তথ্য।
প্রতিবেদনে জনস্বাস্থ্যকে দেশের ‘উদীয়মান চ্যালেঞ্জ’ উল্লেখ করে গাসতাত জানিয়েছে, সৌদির মোট প্রাপ্তবয়স্ক জনসমষ্টির ৪৫ দশমিক ১ শতাংশ অতিরিক্ত ওজনে ভুগছেন এবং তাদের মধ্যে ২৩ দশমিক ১ শতাংশ অতিমাত্রায় স্থুল। এছাড় ২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোর-কিশোরীদের মধ্যে অতিরক্ত ওজনে ভুগছে ৩৩ দশমিক ৩ শতাংশ এবং এই জনসমষ্টির মধ্যে অতিমাত্রায় স্থুলদের হার ১৪ দশমিক ৬ শতাংশ।
সৌদির জনগণের খাদ্যাভাসের দিকেও আলোকপাত করা হয়েছে প্রতিবেদনটিতে। এ প্রসঙ্গে সেখানে বলা হয়েছে, দেশটির মোট প্রাপ্ত ও অপ্রাপ্তবয়স্ক জনগণের মধ্যে মাত্র ১০ দশমিক ২ অংশ তাদের প্রতিদিনের খাদ্যতালিকায় শাকসবজি ও ফলমূল রাখেন।
২০২৪ সালে ‘ন্যাশনাল হেলথ সার্ভে’ এবং ‘উইম্যান অ্যান্ড চাইল্ড হেলথ সার্ভে’ নামের দু’টি জরিপ চালিয়েছে সৌদির সরকার। এ দুই জরিপের ফলাফলের ভিত্তিতেই প্রস্তুত করা হয়েছে প্রতিবেদনটি।
Comments