Image description

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সামনে বেগম রোকেয়ার গ্রাফিতিতে কালো রং দিয়ে চোখ-মুখ ঢেকে দেয়ার ঘটনায় সমালোচনা মুখে, এই শিক্ষার্থী তাঁর ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছে হলটির প্রাধ্যক্ষ ।

সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল মঙ্গলবার ঘটনাটি সামনে আসে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অন্যরা এ নিয়ে অনলাইন-অফলাইনে সমালোচনা করেন।

বুধবার (২০ নভেম্বর) শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ নাসরিন সুলতানা জানান , ‘আমরা ওই শিক্ষার্থীকে ডেকেছিলাম। একজন সাইকোলজিস্টও সঙ্গে ছিলেন। আমরা মেয়েটার সঙ্গে কথা বলে কিছু অসংলগ্ন কথাবার্তা পেয়েছি।’

প্রাধ্যক্ষ  আরও বলেন, কথা বলার পর মেয়েটি তাঁর ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন। ভবিষ্যতে এমন কোনো কাজ করবেন না বলে আশ্বস্ত করেছেন। গ্রাফিতিটিকে তিনি আগের মতো আবার ঠিক করে দেবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।

মানবকণ্ঠ/এসআর