বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা ও দোষীদের গ্রেপ্তার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসা, শহীদ পরিবারের পাশে দাঁড়ানো ও হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তাঁরা।
শিক্ষার্থীরা বলেন, ঘটনার প্রায় চার মাস হতে চলছে। স্বৈরাচার শেখ হাসিনার পতন করতে গিয়ে ছাত্র-জনতা বুকের তাজা রক্ত দিয়েছে। কিন্ত এখনও স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে যেসব শিক্ষার্থী শহীদ হয়েছেন বা যারা শরীরের ৫টা থেকে ৮টা গুলি নিয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে, তাদের কেউ খোঁজ নিচ্ছে না। যারা এসব ঘটনার সাথে জড়িত তারা এখন প্রকাশ্যেই চলাফেরা করছে, পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। আহতদের সুচিকিৎসা নিশ্চিত, শহীদ পরিবারের নিরাপত্তা ও সহযোগিতা করা এবং জড়িতদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারী দেন আন্দোলনকারীরা।
দুপুর ২টার দিকে ঘটনাস্থলে আসেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক প্রিয়াংকা মজুমদার, জেলা সিভিল সার্জন ডা. আহমেদ কবির, অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকমর্তা(ভারপ্রাপ্ত) অভি দাস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফসহ প্রশাসনের কর্মকর্তারা। এ সময় শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কাছে বিভিন্ন দাবি-দাওয়া পেশ করেন। পরে জেলা প্রশাসক শিক্ষার্থীদের দাবি দ্রুত সময়ে বাস্তবায়নের আশ্বাস দিলে প্রায় ৫ ঘণ্টার সড়ক অবরোধ তুলে নেওয়া হয়।
মানবকণ্ঠ/এসআর
Comments