Image description

বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অভিযোগে ভারতীয় পতাকাবাহী ফিশিং ট্রলারসহ ভারতীয় ১৬ জেলেকে আটক করেছেন কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। আটক জেলেদের বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এছাড়া ট্রলারে থাকা ৪০০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ নিলামে ১ লাখ ১১ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। গত বুধবার (২০ নভেম্বর) সকালে মোংলা সমুদ্র বন্দরের হিরণ পয়েন্টের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকা থেকে কোষ্টগার্ডের নিয়মিত টহল জাহাজ বিএনএস কপোতাক্ষর নাবিকরা ওই জেলেদের ধাওয়া করে ট্রলারসহ আটক করে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, আটক ভারতীয় জেলেদের রাতেই মোংলা কোস্টগার্ডের কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে বিভিন্ন আইনি প্রক্রিয়া শেষে জেলেদের থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মোংলা থানায় একটি মামলা করা হয়েছে।


এর আগে গেল ১৭ অক্টোবর বাংলাদেশি সমুদ্রসীমায় মাছ ধরার সময় তিনটি ট্রলারসহ ৪৮ জন ভারতীয় জেলেকে আটক করে নৌবাহিনী ও কোস্টগার্ড।

মানবকণ্ঠ/এসআর