Image description

চট্টগ্রামের পটিয়া উপজেলায় মো. রাশেদ (২৩) নামে এক যুবককে হত্যার ঘটনার ছয় দিন পর তার চাচা জালাল উদ্দিনকে (৪৫) গ্রেপ্তার  করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শুক্রবার নগরের চান্দগাঁও থানার খাজা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডি চট্টগ্রাম অঞ্চলের বিশেষ পুলিশ সুপার শাহনেওয়াজ খালেদ।

গ্রেপ্তার জালাল উদ্দিন পটিয়ার হাইদগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজীপাড়ার রাজা মিয়ার ছেলে। 

পুলিশ সুপার শাহনেওয়াজ খালেদ জানান, গ্রেপ্তার আসামি জালাল উদ্দিনকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, তাঁর ব্যবহৃত কম্বল আনতে গেলে ভাতিজা  রাশেদ তাঁকে বাধা দেন এবং এ নিয়ে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জালাল উদ্দিন গলায় ধারালো ছুরি চালিয়ে হত্যার কথা স্বীকার করেন।

তিনি আরও বলেন, ভুক্তভোগী রাশেদের স্ত্রীর দায়ের করা হত্যা মামলা গ্রেপ্তার দেখিয়ে জালালকে আদালতে সোপর্দ করা হবে।

রাশেদ হাইদগাঁও ইউনিয়নের মৃত জামাল মিয়ার ছেলে। পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন তিনি। এ ঘটনার পর থেকে চাচা জালাল উদ্দিন পলাতক ছিলেন।

মানবকণ্ঠ/এসআর