Image description

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের মূলধন গত সপ্তাহে প্রায় ১২ হাজার কোটি টাকা কমে গেছে। ডিএসইএক্স সূচক কমেছে দেড়শ পয়েন্টেওে বেশি। সেই সাথে কমেছে গড় লেনদেনের পরিমাণ।

গত সপ্তাহের পাঁচ কার্যদিবসেই লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। ফলে সপ্তাহের ব্যবধানে কমেছে সবগুলো সূচক। 

গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়ায় ৬ লাখ ৬২ হাজার কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৬ লাখ ৭৪ হাজার কোটি টাকা। 

সূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের গতিও কমেছে। গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয় ৪৬৫ কোটি ৮০ লাখ টাকা। আগের সপ্তাহে যা ছিল ৫৫৪ কোটি টাকা। 

মানবকণ্ঠ/আরএইচটি