ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী শামীম তালুকদারকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় এ যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (২৩ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে শহরের কুঠিবাড়ি কমলাপুরের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি) ফরিদপুরের এর একটি দল। ফরিদপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় শামীমকে।
২০২১ সালের ৫ মে ২১ সদস্যবিশিষ্ট জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে শামীম তালুকদার দুজনের মধ্যে এক নম্বর যুগ্ম আহ্বায়ক ছিলেন।
থানা-পুলিশ জানায়, গত ১০ অক্টোবর সদর উপজেলার গেরদা ইউনিয়নের মামুদপুর গ্রামের মুজাহিদুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি করেন। মামলায় তিনি অভিযোগ করেন, বৈষম্যবিরোধী আন্দোলনে তাঁর মেয়ের আহত হয়। এ মামলায় আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৫ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতপরিচয় হিসেবে আরও ৪০০ জনকে আসামি করা হয়। এজাহারে উল্লেখ করা ৯৮ নম্বর আসামি জেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক শামীম তালুকদার (৪৫)।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর ইকবাল জানান, শামীম তালুকদারকে রোববার আদালতে সোপর্দ করা হবে।
Comments