Image description

দীর্ঘ ১১ বছর পর এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছেলে হত্যার বিচার চাইলেন নিহত বুয়েট শিক্ষার্থী রেহান আহসানের মা ইফফাত আরা। ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন রেহান।

আজ রোববার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা তৎকালীন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদসহ ৪৪ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেন তিনি। 

এসময় ইফফাত আরা জানান, তাঁর ছেলে নিহতের পর পুলিশ, ডিজিএফআইসহ বিভিন্ন পক্ষের চাপে তিনি থানায় মামলা করতে পারেননি। নিরপত্তা শঙ্কায় এতদিন মুখ বন্ধ করেছিলেন। এমনকি বিভিন্ন সময় রেহান সড়ক দুর্ঘটনায় মারা গেছে বলে মিথ্যা কথাও বলতে হয়েছে তাঁকে। 

হেফাজতের সমাবেশের পরের তিন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায় রেহানের। এদিকে রোববার ট্রাইব্যুনালে ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত এক শিক্ষার্থীর পরিবারও একটি অভিযোগ দায়ের করেছে। এতে শেখ হাসিনাসহ ১১ জনকে আসামি করা হয়েছে।