ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা-যশোর-খুলনা-বেনাপোল সেকশনে ট্রেন চলাচল শুরু হবে। আজ রোববার (২৪ নভেম্বর) পদ্মা সেতু হয়ে এই সেকশনে ট্রেনের ট্রায়াল শেষে এ কথা জানান রেল মন্ত্রণালয়ের সচিব ও রেলের মহাপরিচালক।
ঢাকার কমলাপুর থেকে নবনির্মিত ব্রডগেজ সিঙ্গেল লাইন রেল ট্র্যাকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা জংশন হয়ে যশোরের রূপদিয়া ও সিংগিয়া স্টেশন হয়ে খুলনা ষ্টেশনে পৌঁছায় ট্রায়াল ট্রেনটি। সকাল ৯টা ১০ মিনিটে ১২টি বগি নিয়ে ট্রেনটি ঢাকা থেকে রওনা হয়ে দুপুর ১টা ১০ মিনিটে খুলনায় পৌঁছায়।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলেন, ‘ট্রায়াল রান সফল হয়েছে। তিন ঘণ্টা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা থেকে খুলনায় পৌঁছেছি।’
রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব আব্দুল বাকী জানান, ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে এই রুটে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হতে পারে। এ সময় তাদের সাথে রেলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এর আগে গত বছরের অক্টোবরে এই লাইনে ঢাকা-ভাঙ্গা সেকশন চালু হয়। এই সেকশনে বর্তমানে পাঁচটি ট্রেন চলাচল করছে।
Comments