Image description

ডিএমপির সাথে বৈঠকের আশ্বাসে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে  ব্যাটারিচালিত রিকশা চালুসহ ১২ দফা দাবিতে  গণ-অবস্থান কর্মসূচি পালন স্থগিত করেছে রিকশা চালকরা । ফলে প্রেসক্লাবের সামনের সড়কে যানচলাচল শুরু হয়েছে। 

কব্যাটারিচালিত রিকশাচালকদের গণ-অবস্থান কর্মসূচি থেকে জানানো হয়, আগামীকাল সোমবার বেলা ১১টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে বৈঠকে বসবে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। এ কারণে তারা আজকের কর্মসূচি স্থগিত করেছে।

এর আগে রোববার সকাল  ১১টা  থেকে মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়ক, তিন রাস্তার মোড়, যাত্রাবাড়ী মোড় ও কামরাঙ্গীরচরে শত শত রিকশাচালক অবস্থান নেয়। এতে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে অফিস ও জরুরি কাজে যাঁরা বের হন তাঁরা  বিপাকে পড়েন।   

উল্লেখ্য  সম্প্রতি হাইকোর্ট এক আদেশে সারা দেশে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দেন। রিটের পরিপ্রেক্ষিতে দেওয়া ওই আদেশের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে।

মানবকণ্ঠ/এসআর