মুন্সীগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের সাতজন আহত হয়েছেন। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার হোসেন্দী ইউনিয়নের চর বলাকীতে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১৮ নভেম্বর হোসেন্দী ইউনিয়নের চর বলাকী গ্রামে স্থানীয় বিএনপি কর্মী মাহফুজ প্রধানসহ কয়েকজন বিএনপির সমর্থকের সাথে আওয়ামী লীগ সমর্থকদের মারামারির ঘটনা ঘটে। ঘটনার পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল গ্রামে। পরে ওয়ার্ড বিএনপির সভাপতি মাহফুজ প্রধানের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় তারা ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালায়।
গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. জাহিদ হোসেন বলেন, গত ৫ আগস্টের পর চর বলাকীতে বিএনপির অফিস করার পর থেকেই স্থানীয় আওয়ামী লীগ ক্ষিপ্ত ছিল। এর ফলে আজকের এই হামলা।
হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন মন্টু জানান, এটা রাজনৈতিক কোনো বিষয় না, যা ঘটেছে তা পূর্ব শক্রতার জেরে।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মানবকণ্ঠ/এসআর
Comments